Copyright Doctor TV - All right reserved
আজ ২৪ এপ্রিল, বাংলাদেশ হরমোন দিবস। হরমোনজনিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশে দিবসটি পালন করা হয়ে থাকে। একজন এন্ডোক্রাইনোলজিস্টই (হরমোন রোগ বিশেষজ্ঞ) প্রকৃত ডায়াবেটিস বিশেষজ্ঞ- এই শ্লোগানে দিবসটি পালন করছে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট এন্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ (এসিইডিবি)।
থাইরয়েডগ্রন্থির ক্যান্সার সচারচার দেখা যায় না। যেকোনো বয়সে হতে পারে। তবে সাধারণত ১৫-২০ ও ৪০-৬৫ বছর বয়সীদের মাঝে বেশি দেখা দেয়। নারীদের মধ্যে বেশি হয়। নারী ও পুরুষের আক্রান্তের অনুপাত ২:১।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো গলার সামনে না কেটে এন্ডোস্কোপের মাধ্যমে থাইরয়েড গ্রন্থির অপারেশন করা হলো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অপারেশনকে এন্ডস্কোপিক থাইরয়েডেক্টমি বলা হয়।
দাগবিহীন থাইরয়েড অপারেশনকারী দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক থাইরয়েড নোটস (ন্যাচারাল অরিফিস থাইরয়েড এন্ডোস্কোপিক সার্জারি) কনফারেন্সে এ স্বীকৃতি পায় বাংলাদেশ। ব্যাংককের পুলিশ জেনারেল হাসপাতালের প্রখ্যাত সার্জন লেফটেন্যান্ট কর্নেল ডা. অনুঅং অনকুন গত ৯ জুন এই স্বীকৃতি দেন।
থাইরয়েডের নানা রকম সমস্যার মধ্যে সবচেয়ে পরিচিত হলো হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন ঘাটতিজনিত রোগ। থাইরয়েড–সংক্রান্ত রোগ ব্যাধিগুলোর মধ্যে এই রোগে সর্বাধিক মানুষ আক্রান্ত হয়ে থাকেন
গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি শরীরে থাইরয়েড হরমোনের প্রধান উৎস। এই হরমোন শরীরের প্রতিটি কোষ, টিস্যু ও অঙ্গের কার্যকারিতায় প্রভাব ফেলে; বিপাকের হার, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা, হজমের প্রক্রিয়া, পেশি ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে
আজ ২৫ মে (বৃহস্পতিবার), বিশ্ব থাইরয়েড দিবস। থাইরয়েড বিষয়ে সচেতনতা বাড়াতে ২০০৯ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে। আমাদের দেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে দিবসটি পালন করা হয়ে থাকে।
বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভোগেন উল্লেখ করে এর লাগাম টানতে নবজাতক জন্মের পরেই থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞরা। বুধবার (২৪ মে) দুপুরে রাজধানীর একটি অডিটোরিয়ামে বিশ্ব থাইরয়েড সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিয়ের পরে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই দম্পতির থাইরয়েড পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর কনসিভ করতে হবে। তা না হলে বাচ্চা বিকলাঙ্গ হওয়াসহ নানান ঝুঁকি থাকে। থাইরয়েড দিবস উপলক্ষে থাইরয়েড সেন্টার ও বিটমির উদ্যোগে রোগীদের সাথে মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপরোক্ত পরামর্শ দেন।
দেশের প্রায় ৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় আক্রান্ত। কিন্তু অর্ধেকের বেশি মানুষই জানেন না যে, তাদের এই সমস্যা আছে।
থাইরয়েড ক্যান্সার এমন একটি রোগ, যা সময়মতো চিকিৎসা করলে ৯৫ শতাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ আরোগ্য হওয়া সম্ভব। গলার সামনে ফুলে উঠলে বা কোনো কারণ ছাড়া গলার স্বর অনেকদিন ধরে পরিবর্তিত হলে দ্রুত একজন নাক-কান-গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
হাইপোথাইরয়েডিজমের ‘হাইপো’ শব্দের অর্থ কম। কোনো কারণে থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি করলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে।
রোগ শনাক্তের জন্য বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষায় ব্যবহৃত রেডিয়েশনসহ নানা কারণে থাইরয়েড সমস্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, থাইরয়েডের ফলে প্রসবকালীন স্বাস্থ্যঝুঁকি ও ত্রুটিপূর্ণ শিশু জন্মদানের হার যেমন বাড়ছে, তেমনি থাইরয়েড ক্যান্সারও বাড়ছে।
গর্ভাবস্থায় থাইরয়েড চিকিৎসার গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি (বিইএস)। সোসাইটির বিশেষজ্ঞ চিকিৎসকরা এ গাইডলাইন অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশে সম্ভাব্য থাইরয়েড হরমোনজনিত রোগীর সংখ্যা প্রায় পাঁচ কোটি। এদের মধ্যে প্রায় তিন কোটি রোগীই জানেন না তারা এ সমস্যায় আক্রান্ত। বাংলাদেশে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকদের...