ঢামেক হাসপাতালে প্রথমবারের মতো এন্ডোস্কপিক থাইরয়েডেক্টমি অপারেশন সম্পন্ন
ডক্টর টিভি রিপোর্ট
2023-08-31 20:40:06
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো গলার সামনে না কেটে এন্ডোস্কোপের মাধ্যমে থাইরয়েড গ্রন্থির অপারেশনকারী চিকিৎসক দল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইতিহাসে প্রথমবারের মতো গলার সামনে না কেটে এন্ডোস্কোপের মাধ্যমে থাইরয়েড গ্রন্থির অপারেশন করা হলো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অপারেশনকে এন্ডস্কোপিক থাইরয়েডেক্টমি বলা হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট সফল অপারেশনে নেতৃত্ব দেন নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহরিয়ার আরাফাত সৌরভ। বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস কে রুমি স্যারের অনুপ্রেরণায় অপারেশনে সার্বিক সহযোগিতা করেন অধ্যাপক ডা. ইমতিয়াজ ফারুক। সংশ্লিষ্ট সকলের টিম ইফোর্ট এর ফলে আজকের এই এন্ডোস্কপিক থাইরয়েড সার্জারি সফল বলে মনে করেন তারা।