নবজাতকের থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-24 22:06:50
নবজাতকের থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি

দেশে বর্তমানে প্রায় ৫ কোটি মানুষ থাইরয়েড আক্রান্ত।

বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভোগেন উল্লেখ করে এর লাগাম টানতে নবজাতক জন্মের পরেই থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞরা।

বুধবার (২৪ মে) দুপুরে রাজধানীর একটি অডিটোরিয়ামে বিশ্ব থাইরয়েড সচেতনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন জানান, গর্ভধারণের আগে প্রত্যেক স্বামী-স্ত্রীর উচিত একটি সুন্দর পরিকল্পনা করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া। এতে করে থাইরয়েডসহ বিভিন্ন জটিল রোগ থেকেই সন্তান মুক্তি পেতে পারে।

তিনি আরও বলেন, প্রতিবছর অসংখ্য শিশু থাইরয়েড নিয়ে জন্মগ্রহণ করে। এক্ষেত্রে জন্মের পরপর তার শনাক্তকরণ জরুরি। এজন্য আমি মনে করি সরকারিভাবেই দেশে নিউনেটাল স্ক্রিনিং টেস্ট বাধ্যতামূলক করা উচিত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলোজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ জানান, থাইরয়েড হলো একটি হরমোনজনিত রোগ। দেশের প্রায় ৩ কোটি ৭ লাখ মানুষ কোন না কোন ভাবে থাইরয়েডে আক্রান্ত। এই থাইরয়েডের কারণে অসংখ্য মায়ের সন্তান হচ্ছে না। বিভিন্ন চিকিৎসা ও পদ্ধতিতে সন্তান হলেও সেটি হচ্ছে হাবাগোবা, যা পরিবারের সম্পদ না হয়ে পরিণত হচ্ছে সমাজের বোঝা হিসেবে।

বক্তারা জানান, সন্তান নিতে ইচ্ছুকরা গাইনি চিকিৎসকদের কাছে গেলেই থাইরয়েড ও ডায়াবেটিস পরীক্ষা দেওয়া হয়। সেখানে ফলাফল ভালো হলেই তাদেরকে সন্তান গ্রহণের জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। তবে অনেকক্ষেত্রেই জন্মগত থাইরয়েডের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে যদি নবজাতক জন্মের ৭-১০ দিনের মধ্যে রোগটি শনাক্ত করা সম্ভব হয়, তাহলে শিশুটিকে সহজেই সুস্থ করে তোলা যায়।

প্রসঙ্গত, থাইরয়েড গ্রন্থিটি গলার সামনের দিকের উঁচু হাড়ের নিচে অবস্থিত। গ্রন্থিটি দেখতে প্রজাপতি সদৃশ এবং এটি ট্রাকিয়া বা শ্বাসনালীকে পেঁচিয়ে থাকে। থাইরয়েড গ্রন্থি কর্তৃক নিঃসৃত হরমোন মানব পরিপাক প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা পালন করে। ভ্রূণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য। এ হরমোনের তারতম্যের জন্য শারীরিক ও মানসিক বৃদ্ধি, শরীর মোটা হওয়া, ক্ষয় হওয়া, মাসিকের বিভিন্ন সমস্যা, ত্বকের বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা এবং চোখ ভয়ংকরভাবে বড় হয়ে যেতে পারে।


আরও দেখুন: