সন্তান নেয়ার আগে দম্পতির থাইরয়েড পরীক্ষার পরামর্শ

ডক্টর টিভি রিপোর্ট :
2023-05-24 16:30:11
সন্তান নেয়ার আগে দম্পতির থাইরয়েড পরীক্ষার পরামর্শ

থাইরয়েড দিবস উপলক্ষে থাইরয়েড সেন্টার ও বিটমির উদ্যোগে রোগীদের সাথে মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলন

বিয়ের পরে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই দম্পতির থাইরয়েড পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর কনসিভ করতে হবে। তা না হলে বাচ্চা বিকলাঙ্গ হওয়াসহ নানান ঝুঁকি থাকে। 


থাইরয়েড দিবস উপলক্ষে থাইরয়েড সেন্টার ও বিটমির উদ্যোগে রোগীদের সাথে মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপরোক্ত পরামর্শ দেন। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন থাইরয়েড সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড আল্যায়েড সায়েন্সের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, থাইরয়েড দিবস উপলক্ষে থাইরয়েড সেন্টার ও বিটমির উদ্যোগে ধানমন্ডিতে (সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার, বাসা নম্বর ১১ (৬ষ্ঠ তলা), রোড নম্বর ৫. ধানমন্ডি, ঢাকা ১২০৫) ৪ দিনব্যাপী থাইরয়েড মেলা শুরু হয়েছে আজ বুধবার (২৪ মে)। চলবে আগামী ২৭ মে পর্যন্ত। মেলার ভেন্যু খোলা থাকবে প্রতিদিন বেলা ১১ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। মেলায় বিনামূল্যে ও কম খরচে মোট ১ হাজার রোগীকে সেবা দেয়া হবে বলে জানান আয়োজকেরা। 


আরও দেখুন: