Copyright Doctor TV - All right reserved
দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালী করতে ১২ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।
দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। রোববার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের ন্যাশনাল ডেভেলপমেন্ট প্লান ২০২১-২০২৪ মোতাবেক ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ এ রূপান্তরিত হবে। আর উন্নত দেশের জন্য দরকার উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। সেকারণেই স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য খাতে জনশক্তির পরিকল্পনা আশু দরকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিএসএমএমইউয়ে মেডিকেল ডক্টর রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ বাই ২০৪১" শীর্ষক মেথডোলজিক্যাল ওয়ার্কশপে বক্তারা এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে, আমাদের দেশে অনেক গবেষণা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুযোগটা করে দিচ্ছেন। তিনি নতুন করে অনেকগুলো ৫০০ বেডের হাসপাতাল করে দিয়েছেন, জেলায় জেলায় মেডিকেল কলেজ করে দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এসবের পিছনে অবশ্যই চিকিৎসক, নার্সসহ সকল স্বাস্থ্য সংশ্লিষ্টদেরও অবদান রয়েছে।
প্রতিটি হাসপাতালে বন্ধুত্বপূর্ণ তথ্যকেন্দ্র স্থাপন করতে হবে। বড় হাসপাতালে সঠিক দিকনির্দেশনা সম্বলিত বড় সাইনবোর্ড স্থাপন করতে হবে। বড় হাসপাতালের ওয়ার্ডের এরেঞ্জম্যান্টে সামঞ্জস্যতা রাখতে হবে। যেমন, অবস লেবার ওয়ার্ডের পাশেই শিশু বিভাগ, নিউরোলজি ওয়ার্ডের সাথেই নিউরোসার্জারী বিভাগ ইত্যাদি।
দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনে যাওয়া ছাড়া ভিন্ন কোন উপায় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, স্মার্ট ও ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়ন করতে পারলে সবার কাছে উন্নতমানের সেবা পৌঁছে দেওয়া সম্ভব।
নানামুখী জটিলতায় আচ্ছন্ন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। বহুমুখী পদক্ষেপ ও সবার আন্তরিক অংশগ্রহনে এক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হলে হাজার হাজার ডলার দেশের বাইরে যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো। এজন্যই করোনায় মৃত্যুহার অনেক কম বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ১৮ কোটি জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশে করোনায় ২৭ হাজার মানুষ...