দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো বলেই মৃত্যুহার কম: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো বলেই মৃত্যুহার কম: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো। এজন্যই করোনায় মৃত্যুহার অনেক কম বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ১৮ কোটি জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশে করোনায় ২৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। বর্তমানে আক্রান্তের হারও কমে এসেছে।
শনিবার দুপুর মানিকগঞ্জে পূজা মণ্ডপ কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই না কোনো অনুষ্ঠানের মধ্যদিয়ে করোনা সংক্রমণ আবারও বেড়ে যাক। কাজেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
জাহিদ মালেক বলেন, ‘আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের ৫০ শতাংশ এবং মার্চ-এপ্রিলের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে।’
তিনি আরও বলেন, বর্তমানে করোনা চিকিৎসার জন্য দেশে ১৮ হাজার বেড ও ৮০০টি ল্যাব রয়েছে। সব বড় হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে। এ ভাইরাসে আক্রান্ত রোগীরা হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পেরেছে।
এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।