Copyright Doctor TV - All right reserved
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ৯৯ শতাংশ বা ৩ কোটি ৫৫ লাখ শিশু প্রচণ্ড তাপপ্রবাহের সম্মুখীন হবে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা বলা হয়েছে। তাপপ্রবাহ তীব্র হলে অপরিণত শিশু জন্মের হারও বাড়বে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র গরম ও তাপদাহে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ করেন।
ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরম অনুভূত হচ্ছে স্বাভাবিকে চেয়ে অনেক বেশি।
দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ আগামী চার থেকে পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যতায় ভ্যাপসা গরমও বাড়তে পারে।
দেশের চার জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (৩০ মে) বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস
বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়তে থাকার প্রবণতার মধ্যে হিট স্ট্রোকের ভীতিও বাড়ছে। এ অবস্থায় প্রতিরোধের কথা তো বটেই, ভাবতে হবে কোনোভাবে আক্রান্ত হলে নিজেকে সুস্থ করার কথাও
দেশের ৪৩ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি মানের তাপপ্রবাহ। এক দিনের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, গরম চলতে থাকবে আরও অন্তত দুই দিন।
দেশে এপ্রিলে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। তবে চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলেছে, এ মাসে এক থেকে দুটি লঘুচাপ হতে পারে। আর মাসের দ্বিতীয় সপ্তাহে এ লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে।
চৈত্রের শুরুতে ছিল ঝড়-বাদল। পঞ্জিকায় বৈশাখের পাতা খুলতে বাকি আরও কয়েকদিন। এর মধ্যেই দেশের অধিকাংশ এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।