২৭ জেলায় মৃদু তাপপ্রবাহ, বাড়তে পারে গরম

ডক্টর টিভি রিপোর্ট
2023-05-07 16:20:17
২৭ জেলায় মৃদু তাপপ্রবাহ, বাড়তে পারে গরম

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

দেশে এপ্রিলে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। তবে চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা বলেছে, এ মাসে এক থেকে দুটি লঘুচাপ হতে পারে। আর মাসের দ্বিতীয় সপ্তাহে এ লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশে অবস্থান করছে।

এদিকে সারাদেশে রবিবার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তর এ পূর্বাভাস দিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, রংপুর দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী, পটুয়াখালীসহ ২৭ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে।

আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ চুয়াডাঙ্গায় ৩৭.৫ ও সর্বনিম্ন ডিমলায় ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আরও দেখুন: