গরমে কুমিল্লার সেই স্কুলের আরও অর্ধশত শিক্ষার্থী অসুস্থ

ডক্টর টিভি রিপোর্ট
2023-06-07 14:53:50
গরমে কুমিল্লার সেই স্কুলের আরও অর্ধশত শিক্ষার্থী অসুস্থ

অসুস্থ শিক্ষার্থীদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র গরম ও তাপদাহে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ করেন।

মঙ্গলবার (৬ জুন) এই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার স্কুলে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা নেওয়ার পথে মারা যায় হাবিবা। 

আজ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। এসময় বিভিন্ন কক্ষের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীদের অসুস্থতার কথা শুনে হাসপাতালে যান দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঁঞা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান জানান, ১৬ জন শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। দুজন এখনো চিকিৎসাধীন। অসুস্থতার কারণ চিকিৎসকরা কারণ বলতে পারবেন বলেও জানান তিনি।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ জানান, আজকের শিক্ষার্থীদের অসুস্থ হওয়া ম্যাস সাইকোজেনিক ডিসঅর্ডার। যা গতকালকের ঘটনার কারণে প্রভাব ফেলেছে।


আরও দেখুন: