Copyright Doctor TV - All right reserved
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব এবং প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে প্রয়োজনীয় সচেতনতা বাড়াতে ‘আমরা নারী’, ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তরে (সেগুনবাগিচা অডিটোরিয়ামে) আয়োজিত সেমিনারে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ৯টি দপ্তর ও অধিদপ্তরের নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ লাভ করলেন প্রতিষ্ঠানটির সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীর।
জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে রাজধানীর গুলশানে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে পথসভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সমিতির অন্যতম নেতা হুমায়ুন কবীর স্বপনের নেতৃত্বে গুলশান ডিওএনসিসি মার্কেট ও নওয়াব ম্যানশন ব্যবসায়ী সমিতির সহযোগিতায় গুলশান-১ এলাকায় পথসভা, গোলাপি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।
একজন নারীর বয়স ২০ বছরের পর থেকে প্রতি মাসে মাসিক-পরবর্তী সময়ে নিজের স্তন পরীক্ষা করা জরুরি। আর ৪০ বছরের পর থেকে বছরে অন্তত একবার ম্যামোগ্রাম করানো জরুরি বলে মত দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের (এনআইসিআরএইচ) স্তন ক্যানসার বিশেষজ্ঞ ডা. উম্মে হুমাইরা কানিতা।
ময়মনসিংহ শহরে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) শহরের চরপাড়ায় কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য বিভাগ, লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজ, ভলান্টিয়ার্স অব বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার অংশগ্রহণে স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৫ জন স্তন ক্যান্সার সারভাইভারদের নিয়ে “স্তন ক্যান্সার বিজয়ীদের মিলনমেলা" শিরোনামে এক ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের ডেডিকেটেড ব্রেস্ট ইউনিট। স্তন ক্যান্সার সচেতনতা মাস'২০২৪ উপলক্ষ্যে সম্প্রতি (২৮ অক্টোবর) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের উদ্যোগে প্রথমবারের মত এই ধরনের আয়োজন করা হয়।
স্তন ক্যানসার সচেতনতায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সড়ক শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম আয়োজিত শোভাযাত্রাটি ছোট-বড় প্রায় ৪০টি এলাকা ঘুরে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সদরের চৌরাস্তা বাজারের তেঁতুল তলায় ঘন্টাব্যাপী আলোচনার মধ্যদিয়ে শেষ হয়।
প্রথমবারের মতো বাংলাদেশে ব্রেস্ট রিকনস্ট্রাকশন (স্তন পুনঃস্থাপন) কার্যক্রম শুরু করতে দেড় শতাধিক দেশি-বিদেশি চিকিৎসককে নিয়ে প্লাস্টিক সার্জারি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) থেকে সোমবার (২৮ অক্টোবর) পর্যন্ত তিনদিন ব্যাপী রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রসহ বিদেশি নাম করা একাধিক প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ।
সারাদেশের মানুষের মাঝে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ৪৭টি স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠানের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গোলাপি সাজে সজ্জিত একটি বাসে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল নয়টায় টেকনাফ উপজেলা কমপ্লেক্সে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে তেতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে গোলাপি সড়ক শোভাযাত্রা।
সারাদেশে ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কর্মসূচি আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি ঢাকা বিভাগ ছাড়া বাংলাদেশ সরকারের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও দ্যা ভ্যাকসিন অ্যালায়েন্স-গ্যাভির সহায়তায় এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও তথ্য বিভাগের উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সচেতনতা শোভাযাত্রা, সেমিনার, প্রশিক্ষণ ও স্ক্রিনিং।
ক্যান্সার চিকিৎসার প্রতিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন অর্ন্তবর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সভাকক্ষে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) আয়োজিত ‘ক্যান্সার চিকিৎসায় মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও করণীয় : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
অনিরাময় যোগ্য ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ক্যান্সার সার্ভাইভাররা দীর্ঘমেয়াদি চিকিৎসায় দেখেছি যে, মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি একেবারেই অবহেলিত ও উপেক্ষিত। ক্যান্সার সেবা কেন্দ্রগুলোতে নির্দিষ্ট কোনো ক্যান্সার কাউন্সিলর নেই। মূলত চিকিৎসকগণই কিছু অভয় দেন, যেটাকে কাউন্সিলিং বলা হয়।
ক্যান্সারের ঔষধ বিনামূল্যে হাসপাতাল থেকে সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হবে আগামী ২৪ অক্টোবর থেকে। ক্যাম্পেইন চলবে চার সপ্তাহ ধরে। সেখানে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভির (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকা বিনামূল্যে দেওয়া হবে।