রাজধানীতে জামালপুর সমিতির স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি পালন
জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে রাজধানীর গুলশানে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে পথসভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
জামালপুর সমিতি, ঢাকার উদ্যোগে রাজধানীর গুলশানে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে পথসভা, শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সমিতির অন্যতম নেতা হুমায়ুন কবীর স্বপনের নেতৃত্বে গুলশান ডিওএনসিসি মার্কেট ও নওয়াব ম্যানশন ব্যবসায়ী সমিতির সহযোগিতায় গুলশান-১ এলাকায় পথসভা, গোলাপি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং জামালপুর সমিতি, ঢাকা'র আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সাবেক যুগ্ম-মহাসচিব হেলাল তরফদার, সাবেক সমাজকল্যাণ সম্পাদক জিএম শফিকুল ইসলাম, সদস্য এডভোকেট আব্দুর রাজ্জাক, শামিম আজাদ, নজরুল ইসলাম দুলাল, আমানউল্লাহ আমান ও রানা সহ মার্কেট কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশ নেন।
এ সময় জানানো হয়, ঢাকার বিভিন্ন অঞ্চলভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ও স্ক্রিনিং (প্রাথমিক চেকআপ) কর্মসূচী আয়োজন করবে সংগঠনটি। তাদের পরবর্তী কর্মসূচি আয়োজিত হবে ঢাকার উত্তরায়।
ডা. রাসকিন জানান, এখন থেকে জামালপুর সমিতি, ঢাকার নতুন কমিটির উদ্যোগে ঢাকাস্থ জামালপুরবাসী ও জামালপুর থেকে আগত চিকিৎসাপ্রার্থীদের নিয়মিতভাবে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা সহায়তা দেয়া হবে।