স্তন ক্যান্সার বিজয়ীদের মিলনমেলা অনুষ্ঠিত
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৫ জন স্তন ক্যান্সার সারভাইভারদের নিয়ে “স্তন ক্যান্সার বিজয়ীদের মিলনমেলা" শিরোনামে এক ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের ডেডিকেটেড ব্রেস্ট ইউনিট
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩৫ জন স্তন ক্যান্সার সারভাইভারদের নিয়ে “স্তন ক্যান্সার বিজয়ীদের মিলনমেলা" শিরোনামে এক ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের ডেডিকেটেড ব্রেস্ট ইউনিট। স্তন ক্যান্সার সচেতনতা মাস'২০২৪ উপলক্ষ্যে সম্প্রতি (২৮ অক্টোবর) জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালের উদ্যোগে প্রথমবারের মত এই ধরনের আয়োজন করা হয়।
একই দিনে উক্ত রোগীদের জন্য ফলো আপের ব্যবস্থা করা হয়। পরে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল পরিচালক, বিশেষায়িত চিকিৎসক, কর্মচারী, আগত রোগী ও রোগীদের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনায় উঠে এসেছে, আক্রান্ত রোগীরা ও তাদের পরিবার, চিকিৎসা সময়কালীন এবং পরবর্তীতে কি কি চ্যালেঞ্জ এর সম্মুখীন হয়েছেন সে সকল অভিজ্ঞতার বর্ণনা সহ উক্ত প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়ে তাদের সন্তুষ্টিও প্রকাশ করেন।
এই ৩৫ জন রোগী, ইতোপূর্বে দেশের এই একমাত্র বিশেষায়িত সরকারী ক্যান্সার হাসপাতালে নিয়মিত চিকিৎসা গ্রহণের মাধ্যমে বর্তমানে সুস্থ আছেন এবং রোগীদের কারোরই পুরো স্তন কেটে অপারেশন করার প্রয়োজন হয়নি। বরং উন্নত বিশ্বের মতো আধুনিক চিকিৎসা নির্দেশিকা ও প্রযুক্তির ব্যবহার করে স্তন রেখে শুধু মাত্র টিউমার অপসারণ করে অস্ত্রোপচার সম্পন্ন করতে সক্ষম হয়েছেন বিশেষায়িত সার্জারি টিম। যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় Breast conserving surgery.
স্তন ক্যান্সার চিকিৎসা একটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি যেখানে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের সমন্বয়ে চিকিৎসা দেয়া হয়। উন্নত বিশ্বের আদলে আমাদের বাংলাদেশের সরকারি পর্যায়ে এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত টিউমার বোর্ড গঠনের মাধ্যমে রোগীদের চিকিৎসা নির্ধারণ করা হয়।