Copyright Doctor TV - All right reserved
বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেণ্ট ভ্যান গগ একদা তার কান কেটে তার প্রেমিকা'র (একজন পতিতা) হাতে তুলে দিয়ে বলেন এটা সযত্নে রেখে দিও। তার এরকম সেল্ফ হার্মে হতবিহ্বল প্রেমিকা। মারাত্মক রক্তক্ষরণ থেকে কোন মতে সে যাত্রায় প্রাণ রক্ষা হয় ভ্যান গগ এর। আসলে ভ্যান গগ ছিলেন একজন প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া আক্রান্ত রোগী । এ রোগ নিয়েও তিনি প্রায় আড়াই হাজার চিত্র কর্ম আঁকেন।
সিজোফ্রেনিয়া অত্যন্ত জটিল মানসিক রোগ। এই রোগীরা অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে থাকেন। তারা অহেতুক ও অমূলক ধারণায় বিশ্বাসী হন। নিজের যুক্তি ও মত ছাড়া অন্য কারো মতামত মানতে চান না। তবে, সঠিক চিকিৎসার মাধ্যমে সিজোফ্রেনিয়া রোগীকে সুস্থ করে তোলা সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক ডা. মহসিন আলী শাহ।
যখনই আমার জীবনকে কোন বড়ো হতাশা এসে গ্রাস করে, তখনই কল্পনা করি, ওই ভাইটির যায়গায় তো আমিও থাকতে পারতাম.... সঙ্গীহীন, সংসারহীন, আপনজনহীন, অর্থহীন, সম্মানহীন, ভালোবাসাহীন! হতাশার মেঘ কেটে যায়, কষ্ট তখন বিলাসিতা মনে হয় .... আর মনে হয়, My Life is Beautiful.
মানসিক রোগগুলোর মধ্যে অন্যতম মারাত্মক রোগ সিজোফ্রেনিয়া। এ রোগে আক্রান্ত হলে মানুষ স্বাভাবিক বোধ শক্তি হারিয়ে ফেলে, কাছের মানুষের প্রতি এমনকি নিজের প্রতি সন্দেহ প্রবণ...