Copyright Doctor TV - All right reserved
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জহিরুল হককে বাঁচানো সম্ভব হলো না। বিশেষজ্ঞ চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে হার মানিয়ে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডা. মাহফুজুর রহমান বাদল।
কুমিল্লায় সন্ত্রাসীর ছুরিঘাতে গুরুতর আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে ডক্টর টিভির প্রতিনিধিকে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গুলজার হোসেন।
পরীর লক্ষণ বলে দিচ্ছে ও Type I (mild) শ্রেনীর অন্তর্গত রোগের লক্ষণের পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যা দিয়ে ডায়াগনোসিস করা যায়, যদিও এদেশে তা বহুলপ্রচলিত নয়। Mild শ্রেনীর হওয়ায় পরীর ভবিষ্যতে খুব একটা সমস্যা হবে না বলা যায়। তবে এই রোগে আক্রান্ত রোগীরা সহজেই হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগে থাকে। ভালো থাকুক নীলাভ চোখের চাহনি।
আমাদের স্লোগান, 'অনুভবে এসএমসিয়ান'। উৎকীর্ণ থাকবে এসব লোগো সহ কথা- পোস্টার ফেস্টুন ব্যানার আর মঞ্চে। কফি কর্নার, অনুভূতি লিখে রাখার বালাম খাতা, ছবি-সেলফি তোলার ফুলেল মঞ্চ, নিরিবিলি আড্ডার ঝুপও থাকবে, ফান টাউনে, থাকছে দারুন সংগীতানুষ্ঠান।