বিদ্যাপীঠের নস্টালজিয়া : আজ তার ষাট বছর বয়স
এসএমসিয়ান ডা. মোহাম্মদ ইকবাল আনোয়ার এর স্মৃতিচারণ
বিদ্যাপীঠের নস্টালজিয়া। আজ তার ষাট বছর বয়স।।
ডাক্তার হব এইটুকু আনন্দ নিয়ে অনেকটা বন্ধু-বান্ধবহীন, পথঘাট না চেনা সিলেটে যাত্রা করি, কুমিল্লা থেকে ট্রেনে ধুরু ধুরু বুকে।
অজানা কখন যে জানা হয়ে গেল, প্রিয় হয়ে গেল, আর তারে ভালোবেসে ফেললাম এত যে- ধরে না এ বুকে।
আমার জীবনের সবচেয়ে প্রাণময় প্রেমময়, সর্বাঙ্গীণ কর্মমুখর ,সংগ্রামী , রাজনীতি আর সংস্কৃতির দীক্ষায় দীক্ষিত জীবন সেই বিদ্যাপীঠের সেই সিলেটের। সিলেট আমার দ্বিতীয় নাগর।
কত যে প্রাণের মনের ধ্যানের ভাবনার বন্ধু বান্ধব জুটেছে, পায়ে হেঁটে হেঁটে গেছি বহুদূর কমলা রং খাসিয়া রমণীদের সৌন্দর্য দেখতে, চা পাতার ঘ্রাণ নিতে , ঝরনা ছড়া আর চা শ্রমে পোড়া দেহ- জীবন দেখতে, পাহাড়ের গায়ে উচ্চ- রবে - টানা গানের ইকো লেপটে দিতে... মেতেছি টেবিলে তাল তোলা কোরাস সংগীতে...! স্লোগানে স্লোগানে মুখর করিডোর, সমাজ পাল্টে দেবো বলে লিখছি নাটক, কবিতা, এইভাবে কখন যে জড়িয়ে গেছি প্রেমে।
অরণী, কতিপয় কররেখা, প্রতিবেশী আরো কত সংগঠন... দেয়াল পত্রিকাকে ত্রিমাত্রিক করার স্বপ্ন নিয়ে ঘুম না আসা- রাত কাটানো।
প্রথমে কমন রুমে গাদাগাদি মেঝে পাতা জীবন, মেসে দুবেলা পেট পুরনের নিয়ম ভেঙ্গে হয়ে গেছি দুরন্ত দুর্বার!
আমার রুমের পেছনে তির তিরে একটা ছড়া ছিল আর ছিল সারাদিন গান গাওয়া বাঁশবন।
অনেক প্রিয় বন্ধুদের হারিয়ে ফেলেছি, তাদেরকে সেই ছাড়ার শব্দে আর বাঁশবনের কান্নায় আজও খুঁজে পাই।
আমার প্রাণের সেই বিদ্যাপীঠ আর সেই প্রাণের শহর- সেখানকার মাটি ও মানুষ.. যাদের ভালোবাসা পেয়েছি তাদের কখনো ভোলা যায় না।
চিরদিন তাই অনুভবে রেখেছি- আমি এসএমসিয়ান।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আজ ৬০ বছর। আমার ৬৭। মনে হয় এইতো সেদিন।
উৎসব পালন করতে সিলেটে যাবার কথা ছিল, যেতে পারিনি। ফেসবুকে তাদের নানান আয়োজনের চিত্র দেখে মনে কষ্ট পাচ্ছি, আমিও থাকতে পারতাম সেখানে।
তবে আমাদের কুমিল্লাতেও এই দিবসটি আজ পালিত হবে, আনন্দের জোয়ারে ভাসছে সবাই প্রস্তুতি সভা গুলো থেকেই, নানান প্রস্তাবনা, কোনটা রাখি আর কোনটা বাদ দেই, ফিরে যেতে চাই তারুণ্যের দিনগুলোতে, প্রতিজ্ঞা করতে চাই যতদিন দেহে আছে প্রাণ, মানবের কল্যাণ যেন করে যেতে পারি...।
স্মৃতিকথা, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান.. আরো কত কি দিয়ে ভরে তুলবো এই দিনটিকে, শক্তি নেব স্মৃতিচারণ থেকে, নিবিড় করে পাবো একে অন্যকে বয়সের বাঁধ ভেঙ্গে।
আমাদের স্লোগান, 'অনুভবে এসএমসিয়ান'।
উৎকীর্ণ থাকবে এসব লোগো সহ কথা- পোস্টার ফেস্টুন ব্যানার আর মঞ্চে। কফি কর্নার, অনুভূতি লিখে রাখার বালাম খাতা, ছবি-সেলফি তোলার ফুলেল মঞ্চ, নিরিবিলি আড্ডার ঝুপও থাকবে, ফান টাউনে, থাকছে দারুন সংগীতানুষ্ঠান।
প্রিয় বিদ্যাপীঠের কেন্দ্রীয় অনুষ্ঠান সফল হোক। কুমিল্লার আয়োজন সফল হোক।
ডা. মোহাম্মদ ইকবাল আনোয়ার
শিশুরোগ বিশেষজ্ঞ