শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুলকে বাঁচানো গেল না

ডক্টর টিভি রিপোর্ট
2023-10-23 11:28:46
শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুলকে বাঁচানো গেল না

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জহিরুল হক

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জহিরুল হককে বাঁচানো সম্ভব হলো না। বিশেষজ্ঞ চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে হার মানিয়ে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডা. মো. মাহফুজুর রহমান বাদল। তিনি জানান, সদ্য প্রয়াত ডা. মো. জহিরুল হক ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচের কৃতি শিক্ষার্থী। 

স্বজনরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে  কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায় নিজের চেম্বারে সন্ত্রাসী হামলার শিকার হন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক। শাপলা টাওয়ার নামে একটি ভবন পরিচালনা কমিটির দ্বন্দ্বের জের ধরে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। হামলায় তাঁর স্ত্রীও আহত হন।

ছুরিকাঘাতের পর পরই গুরুতর আহত ডা. জহিরুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। আরও উন্নত চিকিৎসার জন্য পরদিন রোববার (২২ অক্টোবর) সকালে তাঁকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। 

কুমিল্লা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডা. মো. মাহফুজুর রহমান বাদল জানান, ডা. জাহিরুল হকের ওপর হামলাকারী সালাউদ্দিন মোর্শেদ পাপ্পু নামের  এক সন্ত্রাসীকে আটক করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পুলিশ। হামলায় জড়িত তাঁর দুই ছেলেকেও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। হত্যাকারী সকলের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানান তিনি।  


আরও দেখুন: