Copyright Doctor TV - All right reserved
শিশু বিশেষজ্ঞ ডা. জহিরুল হক হত্যা মামলার আরও ৩ আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। গ্রেফতার আসামীরা হলো: মামলার প্রধান আসামী খুনি পাপ্পুর স্ত্রী রোকসানা আলম সুমি (৪০), ছেলে আরহাম আজিজ (১৯) ও আহনাফ আজিজ। আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারের তথ্য বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ডক্টর টিভিকে নিশ্চিত করেছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জহিরুল হককে বাঁচানো সম্ভব হলো না। বিশেষজ্ঞ চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে হার মানিয়ে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ডা. মাহফুজুর রহমান বাদল।
কুমিল্লায় সন্ত্রাসীর ছুরিঘাতে গুরুতর আহত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে ডক্টর টিভির প্রতিনিধিকে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গুলজার হোসেন।