Copyright Doctor TV - All right reserved
জয়পুরহাট সদরের এন এ মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র থেকে আব্দুর রহমান (১৫) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কেন্দ্রের পরিচালক পিটারসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
মাদকাসক্তি প্রতিরোধে সবার আগে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ করতে হবে। এরপর পরিবার, সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। শিশুর প্রথম প্রতিষ্ঠান হিসেবে পরিবারের ভূমিকাই মূখ্য। তবে কেউ মাদকাসক্ত হয়ে পড়লে তখন চিকিৎসকের ভূমিকা সামনে আসবে।
মাদকাসক্তি প্রতিরোধে সবার আগে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ করতে হবে। এরপর পরিবার, সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে ব্যক্তিকে মাদক থেকে দূরে রাখতে পরিবারের ভূমিকাই মূখ্য। কারণ, পরিবারই একটি শিশুর প্রথম প্রতিষ্ঠান, এরপর আসে সমাজ ও রাষ্ট্র।
মাদকাসক্তি থেকে মুক্তি পেতে হলে আগে জানতে হবে মাদকাসক্তি কী? নেশায় জড়িয়ে পড়া বা মাদকাসক্তি একটি ব্যাধি। সাধারণত চিকিৎসাবিদ্যায় মাদকাসক্তিকে বলা হয়, ক্রনিক রিলাক্সিং ব্রেইন ডিজিজ বা বার বার হতে পারে এমন স্নায়বিক রোগ।
একটি কিশোর মাদকাসক্ত হলে তার ভেতরে কী ধরনের পরিবর্তন আসে, তা পরিবারের বয়োঃজ্যেষ্ঠদের ধারণা থাকলে সমস্যাটি প্রাথমিক অবস্থায় প্রতিরোধ এবং প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা যায়।
বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণে কাজ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর৷ এর বাইরে পুলিশ, র্যাব, বিজিবি এবং কোস্টগার্ড মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করেও মাদক নিয়ন্ত্রণ করতে না পারার প্রধান কারণ হিসেবে মাদকের সহজলভ্যতা বা প্রাপ্তিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।