Copyright Doctor TV - All right reserved
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। পরিকল্পনায় বন্যা, নদীভাঙন, নদীশাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে’ গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এক গবেষণায় দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের বিছানা প্রতি দৈনিক ১.৪ কেজি বর্জ্য উৎপাদিত হয় যেখানে সংক্রামক বর্জ্যের উপস্থিতি ৯%। মেডিকেল বর্জ্যের প্রায় ৭৫ - ৯০% সাধারণ বর্জ্য এবং প্রায় ১৫ - ২৫ % ক্ষতিকর বর্জ্য থাকে।
দেশের ৩টি বড় হাসপাতাল পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় সর্বাধুনিক মাইক্রোওয়েভ পদ্ধতি ব্যবহার শুরু হয়েছে। পরিবেশবান্ধব এই বর্জ্য ব্যবস্থাপনায় কোনো জীবাণুও অবশিষ্ট থাকে না।
সভায় সরকারি হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করা, হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে সকল ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলাদেশে পরিবেশ দূষণের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে মনোযোগ দেওয়া উচিত। পানি, বায়ু ও মাটি দূষণের কি কি উৎস তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে না পারলে বাংলাদেশের মানুষ জীবাণুবাহিত নানা রোগের মত কতগুলো ক্রনিক (chronic) রোগে আক্রান্ত হতে পারে।