Copyright Doctor TV - All right reserved
কার্যকরভাবে মশার লার্ভা ধ্বংসে আগামী রোববার থেকে জৈবিক লার্ভিসাইড কীটনাশক ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেন্সিস (বিটিআই) প্রয়োগ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএনসিসির নগর ভবনে এক মতবিনিময় সভায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
ঢাকার উত্তর সিটি করপোরেশনের ২০ দশমিক ৪ শতাংশ এবং দক্ষিণ সিটির ১৫ দশমিক ৪৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে দেশে চলমান ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন সার্ভের ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নির্মাণাধীন ভবনগুলোতে এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। প্রথমবার অভিযান পরিচালনা করে আসার পর দ্বিতীয়বার সেই ভবনে লার্ভা পাওয়া গেলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ভারি বৃষ্টি হওয়ায় ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস মশার বিস্তার নতুন করে বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ১৩ শতাংশ বাড়িতে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) এটি ১২ শতাংশ। দুই সিটি করপোরেশন মিলিয়ে সাড়ে ১২ শতাংশ বাড়িতে লার্ভা পাওয়া গেছে।
রাজধানী ঢাকার দক্ষিণখানে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পেয়েছে উত্তর সিটি করপোরেশন। এর দায়ে ভবনটির নির্মার্তা প্রতিষ্ঠান সরকার ডেভলপার্স কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নয়ন।
অন্যান্য বছরের তুলনায় এ বছর মশার উপদ্রব বেশি। এমন অবস্থায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর উপদ্রব থাকবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা সেপ্টেম্বর পর্যন্ত মশকবিরোধী অভিযান জোরদারের পরামর্শ দিয়েছেন।
বর্ষায় রাজধানীসহ বড় বড় শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। জমে থাকা পানিতে বংশবৃদ্ধি করছে এডিস মশা। বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে মোট ১৯৮ জন আক্রান্ত হয়েছে। তবে আশঙ্কার কথা হচ্ছে, শুধু চলতি জুনের ২০ দিনে আক্রান্ত ১০১ জন।