ঢাকা উত্তর সিটির ২০ ও দক্ষিণের ১৫ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা

ডক্টর টিভি রিপোর্ট
2023-07-04 17:59:08
ঢাকা উত্তর সিটির ২০ ও দক্ষিণের ১৫ শতাংশ বাড়িতে এডিসের লার্ভা

স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে দেশে চলমান ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন সার্ভের ফল প্রকাশ অনুষ্ঠান

ঢাকার উত্তর সিটি করপোরেশনের ২০ দশমিক ৪ শতাংশ এবং দক্ষিণ সিটির ১৫ দশমিক ৪৭ শতাংশ বাড়িতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়া গেছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভা কক্ষে দেশে চলমান ডেঙ্গু সংক্রমণের প্রি-মনসুন সার্ভের ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।


অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। 


তিনি বলেন, ঢাকা উত্তর সিটির ৪০টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটির ৫৮টি ওয়ার্ডে সর্বমোট ৩ হাজার ১৪৯টি বাড়িতে সার্ভে করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৫৪৯টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানান তিনি। 


এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অধ্যাপক ডা. রাশেদা সুলতানা ও অধিদপ্তরের পরিচালক ডা. নাজমুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।


প্রকাশিত জরিপে বলা হয়, ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ২৭টি। সেগুলো হল- ২, ৩, ৫, ৬, ১০, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩৩, ৩৫, ৩৭, ৩৮ নম্বর ওয়ার্ড।


ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) ঝুঁকিপূর্ণ ওয়ার্ড ২৮টি। সেগুলো হল- ২, ৩, ৪, ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২২, ২৩, ২৬, ৩৩, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৬, ৪৮, ৫০, ৫১, ৫৪, ৫৫, ৫৬ নম্বর ওয়ার্ড। 


আরও দেখুন: