Copyright Doctor TV - All right reserved
করোনার রূপান্তরিত নতুন ধরন ডেল্টা প্লাস ডেল্টার তুলনায় দ্রুত ছড়াতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৫৫ জন। আজ রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতে শনাক্ত করোনার ডেল্টা ধরন দেশটিকে চরম ভুগিয়েছে। বর্তমানে সংক্রমণ ও মৃত্যু কিছুটা স্তিমিত হলেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন। ভারতে শনাক্ত করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাসকে’ সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হচ্ছে।
করোনার নতুন ধরন ‘ডেলটা প্লাস’ নিয়ে বিশ্বে উদ্বেগ বাড়ছে। চিকিৎসা বিজ্ঞানীরা এ ধরনের অতিমাত্রায় সংক্রামক অবস্থা নিয়ে সতর্ক করছেন।
ভারতে করোনার ডেল্টা ধরন বিপর্যয়ের মধ্যেই নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। এ ধরনটি খুব দ্রুত ও সহজে ছড়িয়ে পড়তে পারে এবং এর শারীরিক জটিলতার মাত্রাও অনেক বেশি বলে মনে করা হচ্ছে। ডেল্টা প্লাস নাম দেওয়া এ ধরনটি অ্যান্টিবডিকে দ্রুত নিষ্ক্রিয় করে টিকাকে অকার্যকর করতে পারে।
আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এমস) পরিচালক রণদীপ গুলেরিয়া।