৬-৮ সপ্তাহে ভারতে তৃতীয় ঢেউ অনিবার্য

অনলাইন ডেস্ক
2021-06-19 15:36:15
৬-৮ সপ্তাহে ভারতে তৃতীয় ঢেউ অনিবার্য

ভারতে করোনা সংক্রমণের ঢেউগুলোর মধ্যে সময়ের ব্যবধান কমে আসছে

আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এমস) পরিচালক রণদীপ গুলেরিয়া।

আজ শনিবার (১৯ জুন) তিনি এ সতর্কতা জানান বলে খবর দিয়েছে এনডিটিভি।

গুলেরিয়া বলেন, ‘করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আঘাত অনিবার্য। এ পরিস্থিতিতে বিশাল জনসংখ্যার এই দেশে টিকাকরণ কর্মসূচি সম্পন্ন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ভারতে করোনার নতুন ধরন ডেলটা প্লাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বিধিনিষেধ ও লকডাউন তুলে নেয়ার কারণে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা শুরু হবে। লোক সমাগম ও ভিড় বাড়বে। এ কারণে ছয় থেকে আট সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যে করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়বে।’

এমস প্রধান বলেন, ‘আমরা জানি, করোনাভাইরাস রূপান্তরিত হতেই থাকে। সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ মেনে চলার জন্য নজরদারিও বাড়ানো প্রয়োজন। ভারতে মোট জনগোষ্ঠীর ৫ শতাংশকে করোনার টিকা দেওয়া হয়েছে। এ বছরের শেষে ভারত সরকার ১৩০ কোটি জনগোষ্ঠীর মধ্যে ১০৮ কোটিকে টিকা দিতে চায়।’

যুক্তরাজ্যে ডেলটা ধরনের সংক্রমণের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘সে দেশে এখন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। করোনাভাইরাস এখনো রূপান্তরিত হচ্ছে। আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।’

পিটিআই বলছে, যুক্তরাজ্যে যারা করোনায় সংক্রমিত হয়েছেন, তাদের ৯৯ শতাংশ উচ্চ সংক্রমণযোগ্য ডেলটা ভাইরাসে আক্রান্ত। ডেলটা ভাইরাস প্রথমে ভারতে শনাক্ত হয়।

গুলেরিয়া বলেন, ভারতে করোনা সংক্রমণের ঢেউগুলোর মধ্যে সময়ের ব্যবধান কমে আসছে। প্রথম ঢেউয়ের সময় করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়েছে। দ্বিতীয় ঢেউয়ে ভাইরাসের আরও বেশি সংক্রামক হয়ে ওঠে। আর এখন ডেলটা ধরন অনেক দ্রুত সংক্রমিত হচ্ছে।


আরও দেখুন: