Ad
Advertisement
Doctor TV

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫


কয়রায় ডাক্তার ও ওষুধ সংকট নিরসনে মানববন্ধন

Main Image

ছবিঃ সংগৃহীত


খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিনের ডাক্তার ও ওষুধ সংকট নিরসনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে উত্তর বেদকাশী ইয়ং ব্রাদার্স ক্লাব, কয়রা, খুলনা। 

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জি. এম. আফজাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা, তাদের মধ্যে উল্লেখযোগ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশাররফ হোসেন রাতুল। 

 

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রটিতে চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। ফলে স্থানীয় সাধারণ মানুষ—বিশেষ করে মা-শিশু ও বয়স্করা—প্রাথমিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। মানববন্ধনে বক্তারা দ্রুত ডাক্তার নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, মা-শিশু ও বয়স্কদের সেবায় কার্যকর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা ও নরমাল ডেলিভারি চালু রাখার দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন