Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫


ঢামেকের নিউরোসার্জারি অধ্যাপকের বিরুদ্ধে এনেসথেসিওলজিস্টদের সংগঠনের নিন্দা

Main Image


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খান-এর বিরুদ্ধে ব্যক্তিগত ও পেশাগতভাবে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ এনেছে বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস, ক্রিটিকেল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি)। সংগঠনটি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে।

 

সংগঠনের আহবায়ক কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ শামসুল আরেফীন এর স্বাক্ষর করা  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢামেকের এনেসথেসিওলজি বিভাগের একজন রেসিডেন্ট চিকিৎসক সম্প্রতি বিএসএসিসিপিপি’র নিকট লিখিত অভিযোগ পাঠান। অভিযোগে বলা হয়, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খান ওই রেসিডেন্ট চিকিৎসককে ব্যক্তিগতভাবে এবং এনেসথেসিওলজি বিষয়কে অবমাননাকর ভাষায় গালিগালাজ করেন। ঘটনাটি এনেসথেসিওলজি বিভাগের আরও কয়েকজন চিকিৎসক প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

বিএসএসিসিপিপি তাদের বিবৃতিতে জানিয়েছে, “এই ধরনের অমানুষসুলভ আচরণ চিকিৎসক সমাজের ভেতরে পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট করে এবং পারস্পরিক ক্ষোভের জন্ম দেয়।” সংগঠনটি ঘটনাটির দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি আহ্বান জানিয়েছে।

 

এছাড়া, বিষয়টি তদন্ত ও সমাধান না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা সরকারি ও বেসরকারি হাসপাতালে উক্ত অধ্যাপকের সঙ্গে কোনো অস্ত্রোপচারে এনেসথেসিয়া প্রদান থেকে বিরত থাকেন।

আরও পড়ুন