
ছবিঃ সংগৃহীত
ক্যান্সার সচেতনতায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
গেটস ফাউন্ডেশনের সহায়তায় এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের সহযোগিতায় ব্র্যাক ব্যাংক তারা’র উদ্যোগে গত রাতে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হয় ‘রাইজিং এবাভ ফিয়ার’ শীর্ষক স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষ পর্বে ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতায় দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি হিসেবে ডা. রাসকিনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
‘গোলাপি মানব’ হিসেবে পরিচিত ডা. রাসকিন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার রোগতত্ত্ব বিভাগের সাবেক প্রধান এবং দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ। বর্তমানে তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. রাসকিনের দীর্ঘদিনের প্রচেষ্টা দেশের ক্যান্সার সচেতনতা আন্দোলনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তার উদ্যোগে অসংখ্য নারী সময়মতো চিকিৎসা নিতে উৎসাহিত হয়েছেন, যা স্তন ক্যান্সারে মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন