




“রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও পালিত হয়েছে “জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৫”। এ উপলক্ষে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) ইউনিট সপ্তাহব্যাপী ‘প্রচার সপ্তাহ’-এর আয়োজন করে। এরই ধারাবাহিকতায় রবিবার (২ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি উদ্যাপিত হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল দেয়ালিকা উন্মোচন, বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও নিয়মিত রক্তদাতাদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিওমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমেদ। বেলা ১২টায় দেয়ালিকা উন্মোচনের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা, যেখানে রক্তদান ও চক্ষুদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির নানা তথ্য ও চিত্র তুলে ধরা হয়।
পরবর্তীতে কলেজ প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি এবং র্যালি শেষে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, যেখানে দুই ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান বিষয়ে দেশের বর্তমান চিত্র, অর্জন, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সালেহ আহমেদ, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি সিওমেকহা জোনের সভাপতি সহযোগী অধ্যাপক ডা. পরিতোষ কান্তি তালুকদার, রক্ত পরিসঞ্চালন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. ফজল মোস্তাকীম আমীর মো. মুসা চৌধুরী, হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাবিবউল্লাহ সেলিম, চর্ম ও যৌন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আফরোজা রশিদ নিপা, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাহিদা জাফরীন, ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শামছুল ইসলাম ও এনেস্থেসিয়া বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোশফিকুর রহমান পিন্টু প্রমুখ।
সভা শেষে নিয়মিত রক্তদাতা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সন্ধানী সিওমেক ইউনিটের সভাপতি মাহমুদুল হাসান নোমান, আর সন্ধানীর পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহারিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী সিওমেক ইউনিটের উপদেষ্টা ডা. জাকারিয়া হোসেন, ডা. মারুফ হাছান, কেন্দ্রীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহারিয়া, সহ সভাপতি হুমায়রা মাহজাবিন রিমি, সাধারণ সম্পাদক আলফাতুন্নেসা মুক্তা, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রায়হান, সাংগঠনিক সম্পাদক রাউফুল ইসলাম, অর্থ সম্পাদক মেহেরীন মেহনাজসহ অন্যান্য সন্ধানীয়ানগণ।
সপ্তাহব্যাপী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ২৭ অক্টোবর থেকে শুরু হয় নানা আয়োজন—সুনামগঞ্জ মেডিকেল কলেজ, সিওমেক হাসপাতাল, সমাজসেবা কার্যালয়ের ছোটমণি নিবাস ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্রি ব্লাড গ্রুপিং, উদ্বুদ্ধকরণ ও সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২ নভেম্বরের অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সন্ধানী সিওমেক ইউনিটের সপ্তাহব্যাপী প্রচার সপ্তাহের।
আরও পড়ুন