




ছবিঃ ডক্টরটিভি
বিশ্বব্যাপী পালিত ইন্টারনাল মেডিসিন দিবস উপলক্ষে রবিবার (২ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসা শিক্ষা, রোগী সেবা ও গবেষণায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের গুরুত্ব ও অবদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। এতে ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রখ্যাত অধ্যাপক ও চিকিৎসকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচনা হয় ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও সোসাইটির মেম্বার সেক্রেটারি ডা. মোহাম্মদ জাকারিয়া আল-আজিজের স্বাগত বক্তব্যের মাধ্যমে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। তাঁর বক্তব্যের বিষয় ছিল “রোগী ব্যবস্থাপনা ও মেডিকেল শিক্ষায় ইন্টারনাল মেডিসিনের ভূমিকা”। তিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ক্রমবর্ধমান ভূমিকা এবং বহুমাত্রিক জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও কিংবদন্তী অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. রাজিবুর আলম, অধ্যাপক ডা. সাইয়েদুর রহমান ও অধ্যাপক ডা. মোহাম্মদ জহিরউদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আহ্বায়ক, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ্ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, ঢাকা মেডিকেল কলেজ এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর অধ্যাপক সাকি মো. জাকিউল আলম,, ঢাকা মেডিকেল কলেজ এর মেডিসিন বিভগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ,
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. আবুল কালাম মোহাম্মদ সাজেদুর রহমান, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ।
বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ইন্টারনাল মেডিসিন চিকিৎসকদের বহুমুখী জ্ঞান ও দক্ষতা রোগীর সার্বিক যত্নে অনন্য ভূমিকা রাখছে। চিকিৎসা শিক্ষা ও গবেষণার প্রতিটি ক্ষেত্রে এই শাখার গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন, যা চিকিৎসকদের মধ্যে সহযোগিতা, যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের সুযোগকে আরও সুদৃঢ় করে।
আরও পড়ুন