Ad
Advertisement
Doctor TV

শনিবার, ৪ অক্টোবর, ২০২৫


শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকা বাধ্যতামূলক করা জরুরি: ডিজি গণযোগাযোগ

Main Image

ছবিঃ সংগৃহীত


গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ফায়জুল হক জানিয়েছেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ এবং এতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে শিশু ও কিশোররা। তাই তিনি মনে করেন, প্রতিটি শিক্ষার্থীর জন্য টাইফয়েড টিকা নেওয়া বাধ্যতামূলক করা এখন জরুরি হয়ে উঠেছে। তার ভাষ্যে, সঠিক সময়ে টিকা গ্রহণ করলে টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব।

 

তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে অনেক প্রাণঘাতী রোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সরকার শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় দেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের হোটেল সৈকতের হালদা কনফারেন্স রুমে জেলা তথ্য অফিস চট্টগ্রামের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে স্কাউট ও গার্লস গাইডদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি, যা অপরিষ্কার খাবার ও পানি থেকে দ্রুত ছড়াতে পারে। সাম্প্রতিক সময়ে টাইফয়েড জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং শারীরিক জটিলতা ও অপুষ্টির মতো সমস্যাও দেখা দিচ্ছে। তাই স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া এখন অত্যন্ত জরুরি।

 

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক গোলাম সারওয়ার, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাম্মীনাজ আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন