Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫


২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩ জনের, নতুন আক্রান্ত ৭৩৫

Main Image

ছবিঃ প্রতীকী


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে জানানো হয়, মৃতদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন ঢাকা বিভাগের এবং একজন বরিশালের।

 

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, চট্টগ্রামে ৯৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১২১, দক্ষিণ সিটিতে ৯৫, খুলনায় ৩৯, ময়মনসিংহে ৩৫, রাজশাহীতে ৫৭, রংপুরে ১৪ এবং সিলেটে চারজন রোগী ভর্তি হয়েছেন।

 

একই সময়ে ৫৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ১৮৪ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন এবং মারা গেছেন ১৯৫ জন।

আরও পড়ুন