ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেকএমপি ডা. সৈয়দ আবদুল্লাহমো. তাহেরের স্বাস্থ্য খাতে ফার্মাসিউটিক্যালস কোম্পানির দুর্নীতি নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত বাংলাদেশ হেলথ কনক্লেভ–২০২৫ ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “চিকিৎসা সেবার খরচ আরও কমানো সম্ভব। কিন্তু ওষুধ কোম্পানি গুলোকে চিকিৎসকদের জন্য ২০ শতাংশ খরচ করতে হয়। এ ব্যয় স্বাস্থ্যসেবার ওপর প্রভাব ফেলে।“এ সময় এক চিকিৎসক আপত্তি জানালে অনুষ্ঠানস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এসময় স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সাইদুর রহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও, ক্ষোভ প্রকাশ করে সভাস্থল ত্যাগেরউদ্যেগ নেন।
ডা. তাহেরের বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় ড্যাব। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আলরশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতেতাঁর মন্তব্যকে “অপমানজনক” ও “বিভ্রান্তিকর” আখ্যাদিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বানজানান। তারা বলেন, ঢালাও ভাবে চিকিৎসকদের বিরুদ্ধে এমন মন্তব্য সাধারণ মানুষের আস্থা নষ্ট করতে পারে এবং বিদেশমুখী চিকিৎসার প্রবণতা বাড়িয়ে তুলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় দুর্যোগে চিকিৎসকরা সবসময় জনগণের পাশে থেকেছেন এবং স্বল্প বেতনে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের সম্মান রক্ষা এবং দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানায় ড্যাব।
অন্যদিকে, এনডিএফ ঘটনাটিকে ঘিরে আলাদা বিবৃতিদিয়ে ক্ষোভ প্রকাশ করে। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, “বাংলাদেশের চিকিৎসকরা দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দেশের কোটি মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। ওষুধ কোম্পানিগুলোও ইতিবাচক ভূমিকা রাখছে। তবে কিছু নীতিহীন প্রতিষ্ঠান অতিরিক্ত মুনাফার আশায় গুটিকয়েক চিকিৎসককে প্রলুব্ধ করে থাকে।” এনডিএফ নেতারা আরও বলেন, “কয়েকজন চিকিৎসক বা কোম্পানির আচরণকেপুরো চিকিৎসা ব্যবস্থার প্রতিফলন হিসেবে দেখা উচিত নয়।অধিকাংশ চিকিৎসক মানবদরদী ও আন্তরিকভাবে রোগীর চিকিৎসা দেন।”
ডা. তাহেরের বক্তব্যকে কেন্দ্র করে ড্যাব ওএনডিএফের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া চিকিৎসক সমাজে ভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে এনেছে।
আরও পড়ুন