Ad
Advertisement
Doctor TV

সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫


সারা দেশে আধুনিক চিকিৎসা বিস্তারের তাগিদ স্বাস্থ্য উপদেষ্টার

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এক বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সমতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দুর্ঘটনার হার আমাদের দেশে অনেক বেশি, আর এর ফলে বহু মানুষ পঙ্গুত্বের শিকার হন। কিন্তু দুঃখজনকভাবে উন্নত চিকিৎসাসেবা এখনো মূলত ঢাকাকেন্দ্রিক।

 

তিনি বলেন, “ঢাকায় অনেক রোগী আসে, কারণ জেলা শহরগুলোতে এখনও মানসম্মত হাসপাতাল নেই। আধুনিক চিকিৎসাসেবার সব সুযোগ যেন শুধু ঢাকায় সীমাবদ্ধ না থাকে।”

উপদেষ্টা আরও জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বলেছেন এই সেবাকে যেন ঢাকাকেন্দ্রিক না রাখা হয়। “অন্তত তিন থেকে চারটি বড় জেলায় আপাতত এই সেবা চালু করা উচিত। এটি একটি বড় হাসপাতাল, এখানে অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই এখানকার সেবা সারা দেশে ছড়িয়ে যাক। মানুষ স্বপ্ন দেখলেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব,” বলেন তিনি।

 

হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে নূরজাহান বেগম বলেন, দায়িত্ব নেওয়ার পর হাসপাতালে গিয়ে দেখেছেন অনেক মানুষ হাত বা পা হারিয়েছেন, অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে। “তখনই উন্নত চিকিৎসা সেবার বিষয়ে ভাবনা আসে,” তিনি জানান।

 

তিনি আরও বলেন, “আমি চীনকে বলেছিলাম, যদি ১০-১৫টি রোবট দিতে পারো, তাহলে চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারতাম। কিন্তু তারা আমাদের ৫৭টি রোবট দিয়েছে। এছাড়াও চীনের প্রতিনিধিরা আমাদের ২৭ জনকে প্রশিক্ষণ দিয়েছেন। আমি বলেছি, রোবটের মেইনটেনেন্স ও সেবা টেকসই করতে আমাদের নিজস্ব জনবলকে প্রশিক্ষিত করতে হবে।”

 

রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার স্থাপনে সহযোগিতা করার জন্য চীনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
 

আরও পড়ুন