ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য সেবার উন্নতির দিকে মনোযোগ দেওয়ার ফলে স্বাস্থ্য শিক্ষায় কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। রাজনৈতিক প্রভাবের কারণে স্বাস্থ্য সেবা খাতের একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশে স্বাস্থ্য সেবা খাতের টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক অঙ্গীকার অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত 'বাংলাদেশ হেলথ কনক্লেভ ২০২৫' এর প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো আজ প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য সেবায় বরাদ্দ রাখবে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।’
অধ্যাপক শাহিনুল আলম আরও বলেন, ‘স্বাস্থ্য সেবার দিকে নজর দিতে গিয়ে স্বাস্থ্য শিক্ষায় কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। রাজনৈতিক প্রভাবের কারণে স্বাস্থ্য সেবা খাতের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’
তিনি চিকিৎসকদের পেশাগত চ্যালেঞ্জগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান। স্বাস্থ্য সেবায় চিকিৎসকদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, তাদের সমস্যা ও প্রয়োজনগুলোকে অবশ্যই সমাধান করতে হবে।
রাজনৈতিক সদিচ্ছা, একাডেমিক স্থিতিশীলতা এবং চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য সেবা খাতকে আরো কার্যকর ও জনমুখী করার ওপর জোর দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম।
আরও পড়ুন