Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫


৩১ আগস্ট বিএমইউতে উদ্বোধন হতে যাচ্ছে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার

Main Image

ছবিঃ সংগৃহীত


৩১ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে স্থাপিত রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীনের সরকারের অনুদানে এই সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন। উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ১০:০০ টায় শুরু হবে।

 

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন সরকারের সম্মানিত রাষ্ট্রদূত, মি. ইয়াও ওয়েন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন, অধ্যাপক ডা. শাহিনুল আলম, মাননীয় উপাচার্য, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

আরও পড়ুন