Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫


বেসরকারি চিকিৎসা খাতকে সেবামুখী ব্যবসায় পরিণত করতে হবে, ব্যবসামুখী সেবা নয়: ডা. তাহের

Main Image

ছবিঃ সংগৃহীত


জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো খুবই প্রয়োজন। তিনি জানান, "স্বাস্থ্য খাতে ৬ থেকে ৮ শতাংশ বাজেট দরকার। আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী বাজেট নির্ণয় করা হচ্ছে না। আমি মনে করি, এটি প্রাথমিক ও প্রধান একটি ইস্যু যেটাকে সমন্বয় করতে হবে।"

 

তিনি আরো বলেন, বেসরকারি চিকিৎসা খাতকে সেবামুখী ব্যবসায় পরিণত করতে হবে, যেন এটি ব্যবসামুখী সেবার পরিবর্তে প্রকৃত সেবা প্রদান করে। এই উদ্দেশ্যে যথাযথ সেবা নিশ্চিত করাও জরুরি। তিনি এটাও বলেন, "এছাড়া বেসরকারি খাতেও খরচ কমানো সম্ভব। এটি উদ্যোক্তাদের নিশ্চিত করতে হবে।"

 

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, "আমার হসপিটাল আছে। সেখানে সিজারিয়ানে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। যিনি অপারেশন করেন তিনি ৬ থেকে ৭ হাজার টাকা নেন। তিনি যখন চৌদ্দগ্রামে গিয়ে অপারেশন করেন তখন ৩ হাজার টাকা নেন, আবার যখন ঢাকায় আসেন তখন ২৫ থেকে ৩০ হাজার টাকা নেন। ডাক্তার তো একজনই।"

 

এ সময় তিনি স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর গুরুত্ব উল্লেখ করে বলেন, "স্বাস্থ্য খাতে ৬ থেকে ৮ শতাংশ বাজেট দরকার। আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী বাজেট নির্ণয় করা হচ্ছে না। আমি মনে করি, এটি প্রাথমিক ও প্রধান একটি ইস্যু যেটাকে সমন্বয় করতে হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ করতে হবে। এটিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এটিকে দেশে আরো বেশি বিস্তৃত করতে হবে। বেসরকারি খাতকেই অধিকতর গুরুত্ব দেয়া দরকার। যারা যখন ক্ষমতায় থাকবেন, নীতি বাস্তবায়নে তাদের সিরিয়াস থাকতে হবে।"

আরও পড়ুন