Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫


উত্তরা মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে ব্যতিক্রমধর্মী উদ্যোগ

Main Image

ছবিঃ সংগৃহীত


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (BMSS) ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ লোকাল কমিটি। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বিশেষ কর্মসূচি।

 

বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (BMSS) ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং দুর্ঘটনা ঘটলে প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হয় তা হাতে-কলমে শেখানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিউরোসায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি হাব লিমিটেডের মেডিকেল অফিসার ও কোয়ালিটি অ্যাসুরেন্স কো-অর্ডিনেটর ডা. লিসানুল কবির।

 

আয়োজকরা জানান, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের লক্ষ্য করে এই কর্মসূচি আয়োজন করা হয়। খেলাধুলায় আঘাত, পোকামাকড়ের কামড়, কিংবা ছোটখাটো পোড়া ক্ষতের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কেমন হওয়া উচিত সে বিষয়েও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

 

কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল ইন্টারঅ্যাকটিভ সেশন। এতে শিক্ষার্থীরা খোলামেলা ভাবে নিজের ভয় ও অভিজ্ঞতার কথা শেয়ার করার সুযোগ পায়। একজন শিক্ষার্থী বলেন, “আমরা যেটা দেখেছি সেটা ভুলতে পারি না। কিন্তু আজ ডাক্তার স্যার যেভাবে আমাদের বুঝিয়েছেন, মনে হচ্ছে সাহস পাচ্ছি।”

 

শিক্ষকরা মনে করেন, এ আয়োজন শিক্ষার্থীদের ট্রমা কাটিয়ে উঠতে সহায়ক হয়েছে। একজন শিক্ষক বলেন, “শিক্ষার্থীরা ভয় ও মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য যে সহায়তা দরকার, এই কর্মসূচি সেটি দিয়েছে। একই সঙ্গে প্রাথমিক চিকিৎসার বিষয়গুলো তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে।”

 

অভিভাবকরাও উদ্যোগটির প্রশংসা করেছেন। তাদের মতে, শিশুদের শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তার দিকেও সমানভাবে নজর দেওয়া জরুরি।

BMSS আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতন করতে সহায়ক হবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আরও প্রস্তুত করে তুলবে।

আরও পড়ুন