Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫


সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ৯৪ চিকিৎসক

Main Image

ছবিঃ সংগৃহীত


বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ৯৪ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ইউরোলজি ডিসিপ্লিনের ২৬ জন, গাইনি অ্যান্ড অবসের ৩৬ জন, চর্ম ও যৌন বিভাগের ১৩ জন, নিউরোলজির চারজন, পেডিয়াট্রিক্সের সাতজন, ফার্মাকোলজির একজন এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের সাতজন রয়েছেন।

 

এতে আরও বলা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে তাঁদের সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হলো। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ বর্তমান পদ ও কর্মস্থলে (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।

 

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন