ছবিঃ সংগৃহীত
বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ৯৪ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ইউরোলজি ডিসিপ্লিনের ২৬ জন, গাইনি অ্যান্ড অবসের ৩৬ জন, চর্ম ও যৌন বিভাগের ১৩ জন, নিউরোলজির চারজন, পেডিয়াট্রিক্সের সাতজন, ফার্মাকোলজির একজন এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের সাতজন রয়েছেন।
এতে আরও বলা হয়, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর চতুর্থ গ্রেডে তাঁদের সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হলো। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ বর্তমান পদ ও কর্মস্থলে (ইনসিটু) দায়িত্ব পালন করবেন।
পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে যোগদানপত্র স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন