ছবিঃ সংগৃহীত
অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা ও কল্যাণ সংক্রান্ত অনুদানের হার নতুন করে নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য অনুদানও ৪০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকায় উন্নীত হয়েছে। পাশাপাশি যৌথ বিমার এককালীন অনুদান তিন লাখ এবং মাসিক কল্যাণ ভাতা তিন হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে।
শুধু চিকিৎসা নয়, দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত অনুদানেও পরিবর্তন এসেছে। কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে অনুদান ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা এবং পরিবারের সদস্য মারা গেলে ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা দেওয়া হবে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৯ আগস্ট প্রজ্ঞাপন জারি করে। এর আগে কর্মচারী কল্যাণ বোর্ড ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নেওয়া হয়। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত বরাদ্দ ও নিজস্ব রিসোর্স সেলিংয়ের মধ্যেই এসব ব্যয় নির্বাহ করতে হবে; অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না। অনুদান প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জটিল রোগের চিকিৎসার জন্য বছরে একবার আবেদন করা যায়। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এ সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যরাও ৭৫ বছর বয়স পর্যন্ত চিকিৎসা অনুদান পাবেন।
আরও পড়ুন