Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫


শিশু যৌন নির্যাতনের আশঙ্কাজনক বৃদ্ধিতে শিশু অধিকার সংগঠনগুলোর গভীর উদ্বেগ প্রকাশ

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশে শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগজনক বৃদ্ধি দেখা দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৩০৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, যেখানে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১৭৫। এতে দেখা যাচ্ছে, এক বছরে এ ধরনের ঘটনায় প্রায় ৭৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগীদের মধ্যে অন্তত ৪৯ জন শিশুর বয়স ছয় বছরের নিচে। এ সময়ের মধ্যে ৩০ জন ছেলেশিশুও ধর্ষণের শিকার হয়েছে। তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আসকের তথ্যানুযায়ী, এই সাত মাসে অন্তত ১৫২টি ঘটনায় কোনো মামলা হয়নি। ফলে ভুক্তভোগী শিশুরা বিচার থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, এসব মামলার ৬০ শতাংশ ভুক্তভোগী ১৮ বছরের কম বয়সী শিশু।

 

শিশু ধর্ষণের এ প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলেছে, পারিবারিক ও সামাজিক উভয় পরিবেশেই শিশুরা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে।

 

তারা বলছে, অবিলম্বে শিশু সুরক্ষা আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে সংগঠনগুলো আইন প্রয়োগ ও জবাবদিহিতা জোরদার, শিশু-বান্ধব আদালত গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, জাতীয় শিশু সুরক্ষা কৌশল প্রণয়ন এবং জাতীয় হেল্পলাইন (৯৯৯ ও ১০৯৮)–এর ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছে।

 

সংগঠনগুলো মনে করছে, শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের ক্রমবর্ধমান সংখ্যা একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে। প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে ক্ষতবিক্ষত একেকটি শৈশব, যা সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যতের জন্য ভয়াবহ হুমকি।

আরও পড়ুন