Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫


ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৪৩০, নেই কোন মৃত্যু

Main Image

ছবিঃ সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন রোগী। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রামে ৭৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, খুলনায় ২৬ জন, 

 

ময়মনসিংহে ৭ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১৮ জনের মৃত্যু হয়েছে এবং মোট ২৯ হাজার ৯৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন