Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫


সেপ্টেম্বর থেকে ৫ কোটি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার কার্যক্রম শুরু

Main Image

ছবিঃ সংগৃহীত


আগামী ১ সেপ্টেম্বর থেকে সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির আওতায় শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া শুরু হবে।

দেশের ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিনের মধ্যে বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল এই টিকা দেওয়া হবে। টিকাদানের জন্য নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে ১ আগস্ট থেকে শুরু হয়েছে এবং টিকাদান শুরুর আগ পর্যন্ত চলবে।

 

টিকা নিতে https://vaxepi.gov.bd/registration/tcv এই ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে হবে এবং নিবন্ধনের পর ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে।

 

সোমবার ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডা. আবুল ফজল বলেন, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবসে ইপিআই কেন্দ্র, স্কুল, মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আরও আট দিন ইপিআই কেন্দ্রে গিয়ে যারা স্কুলে উপস্থিত হয়নি বা ক্যাম্পে আসতে পারেনি, তারাও টিকা নিতে পারবেন।

 

তিনি আরও জানান, যাদের জন্ম নিবন্ধন সনদ না থাকলেও তারা টিকা নিতে পারবেন। এর জন্য বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে এবং টিকা গ্রহণের তথ্য কাগজে প্রদান করা হবে।

ইপিআই কর্তৃপক্ষ জানায়, এক ডোজ ইনজেকটেবল এই টিকা ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করবে। গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের সহযোগিতায় এই ভ্যাকসিন এসেছে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুযায়ী, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া থেকে হয়, যা দূষিত খাবার ও পানি থেকে ছড়ায়। এর প্রধান লক্ষণ হলো দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধাহীনতা এবং পেটের সমস্যাসমূহ।

গ্যাভির সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডা. নিজাম উদ্দিন আহমেদ বলেন, এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং বিশ্বজুড়ে বহু দেশে এটি সফলভাবে ব্যবহার হচ্ছে। বাংলাদেশে টাঙ্গাইলের পাইলট প্রকল্পে এর সাফল্য প্রমাণিত হয়েছে। পূর্বে বেসরকারি পর্যায়ে টিকা ক্রয় করতে হতো, তবে এখন সরকার এটি বিনামূল্যে সরবরাহ করবে।

আরও পড়ুন