ছবিঃ সংগৃহীত
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ডা. মো. শফিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদায়নের মাধ্যমে তাকে সাভারে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে (বিআইবিএম) পরিচালক (চলতি দায়িত্ব) পদে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটির পরিচালক ও ইনসিটু উপপরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়, যা স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ডা. মো. শফিউর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি নতুন পদে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ডা. মোহাম্মদ সেহাব উদ্দিনকে তার পূর্ববর্তী পদ থেকে সরিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
বদলি ও পদায়নকৃত উভয় কর্মকর্তাকে আগামী ১৪ আগস্টের মধ্যে নির্ধারিত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রশাসনিক কাজকর্মের কোনো বিলম্ব না ঘটে এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সুসমন্বিতভাবে পরিচালিত হয়।
আরও পড়ুন