ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (১২ আগস্ট) দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে নিজ বাসায় ফিরে গেছেন। সকালে সাড়ে ১০টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে রিলিজ দেয়া হয়। এরপর তিনি নিজ বাসায় পৌঁছান। এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
জুবায়েরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, সফল অপারেশনের পর দশদিন চিকিৎসাধীন থাকার পর ডা. শফিকুর রহমান আজ সকাল ১০টায় ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরে গেছেন। তিনি নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি গত ২ আগস্ট ইউনাইটেড হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়। এর আগে, ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসকরা তাঁর শরীরের পরীক্ষা-নিরীক্ষায় কোনো বড় জটিলতা শনাক্ত করতে পারেননি এবং ধারণা করেছিলেন যে তিনি ডিহাইড্রেশনে ভুগছেন।
তবে শারীরিক অবস্থার আরও স্পষ্ট অবস্থা জানতে ৩০ জুলাই গুলশানের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় দেখা যায় তার হৃদয়ে চারটি ব্লকেজ (রক্তনালীর বাধা) রয়েছে, যা তার শারীরিক অসুস্থতার মূল কারণ ছিল। এরপর দ্রুত ব্যবস্থা নিয়ে বাইপাস সার্জারির মাধ্যমে তার এই সমস্যা সমাধান করা হয়।
এখন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং আগামী দিনগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন