Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫


হার্টের রিংয়ের পুনঃনির্ধারিত দাম কার্যকর হচ্ছে অক্টোবরে

Main Image


মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন জানিয়েছেন, জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইসের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার মূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।

 

তিনি জানান, স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন যন্ত্রের দাম যৌক্তিকভাবে নির্ধারণের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গত ১৩ এপ্রিল দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে। তিন দফা সভার পর কমিটি আমেরিকার তিনটি প্রতিষ্ঠানের স্টেন্টের মূল্য পর্যালোচনা করে প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় নিয়ে সুপারিশ প্রণয়ন করে। সেই সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগ গত ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করে।

 

ডা. আকতার হোসেন বলেন, নতুন দামে স্টেন্ট কেনা হলে রোগীদের চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। তবে কিছু আমদানিকারকের হাতে পুরোনো দামের পণ্য মজুত থাকায় তারা সময় চেয়েছিল। কিন্তু জনস্বার্থ ও গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় হাসপাতালে নতুন দামের পণ্যের জন্য রোগীদের চাপ বেড়েছে।

 

তিনি আরও জানান, আগামী ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী পর্যায়ক্রমে হার্টের চিকিৎসায় ব্যবহৃত সব মেডিকেল ডিভাইসের দাম যৌক্তিকভাবে পুনঃনির্ধারণের কাজ অব্যাহত থাকবে।

আরও পড়ুন