Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫


স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে পঞ্চম দিনের মতো চলছে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি

Main Image

ছবিঃ সংগৃহীত


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে টানা পঞ্চম দিনের মতো চলছে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি। ১৫ দিন ধরে চলমান এ আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

 

এ সময় কয়েকটি স্কুলের শিক্ষার্থীও নগরীর সদর রোডে সড়ক অবরোধ করে আন্দোলনে সংহতি জানায়। আন্দোলনের মধ্যে শেবাচিম হাসপাতালে অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। ফলে কার্যত অচল হয়ে পড়েছে বরিশাল শহর। যানজট, গাড়ির সংকট ও ভোগান্তিতে অতিষ্ঠ সাধারণ মানুষ দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

আন্দোলনকারী শিক্ষার্থী সাব্বির হোসেন অভিযোগ করে বলেন, “দাবি না মানলে আন্দোলন আরও তীব্র হবে। যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরিবর্তে আমাদের ভয় দেখাতে পুলিশ ও সেনা মোতায়েন করা হচ্ছে। স্বাস্থ্যখাতের সংস্কার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

 

আন্দোলনকারীরা জানিয়েছেন, বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে, রোববার শেবাচিম হাসপাতালের পরিচালক মশিউর মুনির সংবাদ সম্মেলনে সংস্কারের জন্য তিন মাস সময় চান।

আরও পড়ুন