ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত তিনজনই পুরুষ। নতুন আক্রান্তদের মধ্যে ৩৬৮ জন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১০১ জন—এর মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪২ জন নারী। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৮৩ জন, যার মধ্যে ১৪ হাজার ২০৩ জন পুরুষ ও ৯ হাজার ৯৮০ জন নারী।
আরও পড়ুন