Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫


ড্যাবের নতুন কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানালো বিএমটিএ

Main Image

ছবিঃ সংগৃহীত


বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যলায়েন্স, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নব নির্বাচিত পরিষদকে অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (১০ আগস্ট)  বিএমটিএ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যলায়েন্সের (বিএমটিএ) ভারপ্রাপ্ত সভাপতি এস এম ওবাইদুর রহমান এবং ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আব্দুর রহিম এক যৌথ বিবৃতিতে ড্যাব এর নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


উল্লেখ্য, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৫ এ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে হারুন-শাকিল পরিষদ। ৯ আগস্ট শনিবার রাতে ঘোষিত ফলাফলে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ বিজয়ী হন। মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে, সিনিয়র সহ-সভাপতি ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, সবাই হারুন-শাকিল প্যানেলের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। 

আরও পড়ুন