Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫


বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ব্লকেড অব্যাহত

Main Image

ছবিঃ সংগৃহীত


শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে টানা চতুর্থদিনের মতো বরিশালে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। 

সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় এসে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

 

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। এই সিন্ডিকেট ভেঙে স্বাস্থ্যখাতে সংস্কার আনতে হবে। আন্দোলনকারীরা আরও জানান, টানা ১৪ দিন ধরে সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর কোনো পদক্ষেপ নেয়নি বা আলোচনায় বসেনি। দ্রুত সমাধান না হলে ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

এ কর্মসূচিতে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন