Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫


ক্যারিয়ার গাইডলাইন ও বিদেশে চাকরির সুযোগ নিয়ে চট্টগ্রামে এমটিএফের সেমিনার অনুষ্ঠিত

Main Image

ছবিঃ সংগৃহীত


শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রামের পার্কভিউ অডিটোরিয়ামে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্যারিয়ার গাইডলাইন এবং বিদেশে জব লাইসেন্স বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এমটিএফ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. তওহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথি এমটিএফ কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুস সামাদ বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের তুলনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবমূল্যায়ন স্বাস্থ্যসেবায় বৈষম্য সৃষ্টি করছে এবং এতে সরকার রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীতকরণ, নতুন নিয়োগ এবং সার্বক্ষণিক রোগ নির্ণয় সেবা চালুর দাবি জানান।

 

সেক্রেটারি জেনারেল মো. সোহেল রানা দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কাউন্সিল গঠন, মাস্টার্স কোর্স চালু এবং মেডিকেল টেকনোলজি অফিসার পদ সৃষ্টির প্রস্তাব করেন। সহকারী সেক্রেটারি জেনারেল নুরুজ্জামান হাওলাদার সোহেল প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা বলেন। অপর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম সরকারি সেবা বিভাগ দিনে দুই বেলা চালুর দাবি জানান।

 

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিপন সিকদার দক্ষতা ও ঐক্যের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান, অর্থ সম্পাদক নাজমুল হুদা নৈতিক মানোন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং মানব উন্নয়ন সম্পাদক সালেহীন আবেদীন তানিম জনবল প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শিক্ষায় জোর দেন।

 

বিশেষ অতিথি চট্টগ্রাম এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. খায়রুল কবির বলেন, দক্ষ মেডিকেল টেকনোলজিস্টদের যথাযথভাবে কাজে লাগানো হলে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং রাজস্ব আয়ও বাড়বে। ডা. এহসান কবির বিদেশে জব লাইসেন্সের মাধ্যমে বেকারত্ব কমানোর সুযোগের কথা উল্লেখ করেন।

 

বক্তারা সেমিনারে টেকনোলজি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ কামনা করেন।

আরও পড়ুন