ছবিঃ সংগৃহীত
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দা, অপর দুইজনের বাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো দৈনিক ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪০৮ জন। এর মধ্যে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য বিভাগীয় এলাকা থেকে রোগী আসার হার বেশি। বরিশাল, চট্টগ্রাম,
ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ৪০৯ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ২২০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন মোট ২১ হাজার ৭৯৯ জন রোগী।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ জনে।
দেশজুড়ে বৃষ্টিপাত ও আবহাওয়াজনিত কারণে ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য সংশ্লিষ্টরা। জনসাধারণকে সতর্ক থাকতে এবং মশা নিয়ন্ত্রণে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন